[english_date], [bangla_day], [bangla_date], [hijri_date], [bangla_time]
সর্বশেষ সংবাদবৃষ্টি ভেজা দিনে ক্যাম্পাসে প্রেম..


প্রকাশিত: June 17, 2014 , 5:10 pm | বিভাগ: ফিচার


লাইভ প্রতিবেদক: চলছে বর্ষাকাল। এই সময়টাই ক্যাম্পাসে খুব একটা ক্লাস হয়না বললেই চলে। ক্যাম্পাসে অবসরে বসে বসে ভালো্ও লাগে না।ইচ্ছে করে বৃষ্টিতে নিজেকে উজার করে দিতে। ইচ্ছে করে সবার চোখকে ফাঁকি দিয়ে প্রিয় মানুষটার হাত ধরে রিমঝিম বৃষ্টিতে ভিজতে। বৃষ্টিতে রিকশার হুড খুলে বসে, রোমান্টিক কোন গান গাইলেও মন্দ হয়না।

 

বৃষ্টি ভেজা সবুজ গাছপালা যেন আরো টেনে নিয়ে যেতে থাকে, প্রকৃতির অনেক কাছে। রিকশায় ঘুরে ফিরে, কোথাও দাঁড়িয়ে ঝালমুড়ি খাওয়ার দৃশ্য প্রায়ই চোখে পড়ে। টঙের উপর ভেজা বেঞ্চিতে বসে চা খাওয়া, কারো হাত ধরে কিছুটা সময় গল্প করা- গভীর আবেগের সৃষ্টি করে। কখনো কখনো বৃষ্টিতে আধভেজা হয়ে- নিজের কথাগুলো গুছিয়ে নিয়ে কবি হয়ে ওঠা। এ যেন প্রিয় মানুষটিকে নিয়ে লেখা কবিতাকে আরো প্রাণবন্ত করে তোলে।

 

মাঝে মাঝে ছাতা হাতে হালকা বৃষ্টিতে ভিজে প্রিয় কারো পাশে হেঁটে চলা, সেই সাথে নতুন কিছু অনুভূতির জন্ম দেয়া। বৃষ্টির দিনে রাতের বেলা লং-ড্রাইভ বেরিয়ে পড়ে। একলা গাড়িতে এফ-এম শুনতে শুনতে, সাথে বৃষ্টির রিনিঝিনি শব্দ ভালো লাগার অন্যমাত্রা যোগ করে দেয়। যাদের বাইক আছে, তারা রাত-দিন ভুলে গিয়ে ঘুরে বেড়ান এ বৃষ্টিভেজা দিনে। প্রিয় সঙ্গীকে পাশে করে, চলে যেতে চান প্রিয় কোন স্থানে।

 

যেমনটি জানালেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইবিএর ছাত্রী তামান্না আক্তার, ‘বৃষ্টির দিনটায় ওর(প্রেমিক)  সাথে ঘুরতে যাওয়ার জন্য মুখিয়ে থাকি।একটু ফুসরত পেলেই ওর বাইকের পেছনে বসে পড়ি। বৃষ্টিতে ভিজতে ভিজতে সারা শহর চষে বেড়ায়।’

 

 ঢাকা, ১৭ জুন (ক্যাম্পাসলাইভ২৪.কম)//এমএইচ