[english_date], [bangla_day], [bangla_date], [hijri_date], [bangla_time]
সর্বশেষ সংবাদএবার পায়ের জাদু দেখাবেন মেসির ছেলে..


প্রকাশিত: August 2, 2014 , 9:39 pm | বিভাগ: আন্তর্জাতিক খেলা


স্পোর্টস লাইভ: মেসির ছেলে থিয়াগো মেসির বয়স মাত্র দেড় বছর। এই বয়সেই বাবাকে অনুসরন করে বল পায়ে নিয়ে দৌঁড়াচ্ছেন। ফুটবলের নেশা যার রক্তে মাংসে তার ছেলেও এমনই হবে এটাই স্বাভাবিক। বাবার মতোই হয়তো সে একদিন বিখ্যাত ফুটবলার হয়ে উঠবে কিংবা বাবাকেও অতিক্রম করবে সে। ২০ মাস বয়সী থিয়েগো মেসি যেন সে প্রমাণই দিল এবার।

ইতালিতে ছুটি কাটাতে যাওয়া বার্সা তারকার পরিবারের সঙ্গে এক বিচে জুনিয়র মেসিকে দেখা গেল ফুটবল নিয়ে ক্রমাগত  দৌঁড়াচ্ছে। বাবা-মায়ের সামনে একটা রঙিন বল নিয়ে মেতে উঠে এই ক্ষুদে মেসি। আর পরিবারের লোকেরাও তার এই কাণ্ড দেখে রীতিমতো অবাক।

মেসির জীবনের সবথেকে সেরা অর্জন থিয়েগো মেসি এই কথাটা মেসির মুখ থেকে সচরাচর শোনা যায়। তার ছেলেই নাকি তার খেলার উৎসাহদাতা। এবার হয়তো আর এক ফুটবল যাদুকরের অপেক্ষায় থাকতে হচ্ছে ফুটবল বিশ্বকে।
ঢাকা, ২ আগস্ট (ক্যাম্পাসলাইভ২৪.কম)//এমএইচ