[english_date], [bangla_day], [bangla_date], [hijri_date], [bangla_time]
সর্বশেষ সংবাদখুলেছে নজরুল বিশ্ববিদ্যালয়, শিক্ষার্থী কম


প্রকাশিত: August 3, 2014 , 12:23 pm | বিভাগ: ঢাকার ক্যাম্পাস,পাবলিক ইউনিভার্সিটি


জাককানইবি লাইভ : পবিত্র মাহে রমযান, শব-ই-ক্বদর ও ঈদ-উল-ফিতরের ছুটি শেষে রোববার খুলেছে জাতীয় কবি কাজী নজরুল বিশ্ববিদ্যালয় (জাককানইবি)। তবে ১১ দিন ছুটি শেষে ক্যাম্পাস খুললেও ক্যাম্পাসে শিক্ষার্থীদের কম উপস্থিতি লক্ষ করা গেছে।

জানা গেছে, বেশিরভাগ অনুমদে আজ কোন ক্লাস অনুষ্ঠিত হয়নি। তবে শিক্ষার্থীদের ক্যাম্পাসে ঈদের শুভেচ্ছা বিনিময় করতে দেখা গেছে। শিক্ষার্থীরা জানান কাল বা পরশুর মধ্যে পুরোদমে শুরু হবে ক্লাস।

এদিকে, ক্যাম্পাসে শিক্ষার্থীদের উপস্থিতি কম থাকলেও পুরোদমে চলছে একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম।

উল্লেখ্য, জাককানবির সকল ক্লাশ ও পরীক্ষা সমূহ গত ২০ জুলাই হতে ৩১ জুলাই পর্যন্ত বন্ধ ঘোষণা করা হয়। বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ, তথ্য ও প্রকাশনা কর্মকর্তা এস.এম. হাফিজুর রহমান জানান, ২২ জুলাই হতে ৩১ জুলাই পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের অফিসসমূহ বন্ধ থাকবে বলে জানিয়েছিলেন।

জাককানইবি//আরএস, ৩ আগস্ট (ক্যাম্পাসলাইভ২৪.কম)//এআর