[english_date], [bangla_day], [bangla_date], [hijri_date], [bangla_time]
সর্বশেষ সংবাদডুয়েটে ভর্তি ফরম বিতরণ শুরু


প্রকাশিত: July 17, 2014 , 11:11 am | বিভাগ: এডমিশন,ক্যাম্পাস,ঢাকার ক্যাম্পাস,পাবলিক ইউনিভার্সিটি


ডুয়েট লাইভ : ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (ডুয়েট) ২০১৩-১৪ শিক্ষাবর্ষে প্রথম বর্ষের ভর্তির আবেদন ফরম অনলাইনে বিতরণ শুরু হয়েছে। বৃহস্পতিবার সকাল থেকে ফরম বিতরণ শুরু হয়। চলবে ২০ আগস্ট পর্যন্ত।

ভর্তির জন্য আবেদন করতে হবে অনলাইনে। এছাড়া টেলিটক প্রি-পেইড মোবাইলের মাধ্যমেও আবেদন করা যাবে।  আগামী ৮ সেপ্টেম্বর সকল বিভাগের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

এছাড়া ভর্তি বিষয়ক বিস্তারিত তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট www.duet.ac.bd/admission এবং টেলিটকের ওয়েবসাইট  www.duet.teletalk.com.bd এ পাওয়া যাবে।

উল্লেখ্য, ডুয়েটে ২০১৪-১৫ শিক্ষাবর্ষে মোট ৫১০ জন শিক্ষার্থী ভর্তি হতে পারবে। এর মধ্যে আর্কিটেকচারে ৩০, টেক্সটাইলে ৩০, ত্রিপলীতে ১২০, সিএসসিতে ৬০, ম্যাকানিক্যালে ১২০, সিভিল ১২০ ও আইটিতে ৩০টি খালি আসনে শিক্ষার্থী ভর্তি করা হবে।

 

ডুয়েট//এমএইচ, ১৭ জুলাই (ক্যাম্পাসলাইভ২৪.কম)// আরএ,এআর