[english_date], [bangla_day], [bangla_date], [hijri_date], [bangla_time]
সর্বশেষ সংবাদদুবছর পর মুখোমুখি হচ্ছে পাকিস্তান-অস্ট্রেলিয়া


প্রকাশিত: September 9, 2014 , 7:19 pm | বিভাগ: আন্তর্জাতিক খেলা,স্পোর্টস


স্পোর্টস লাইভ : আগামী মাসে দুবাইয়ে যাচ্ছে অস্ট্রেলিয়া ক্রিকেট দল। সফরকারীরা পাকিস্তানের বিপক্ষে ৩টি ওয়ানডে,২টি টেস্ট ও একমাত্র টি-টুয়েন্টি খেলার উদ্দেশ্যে। দীর্ঘ দুই বছর পর পাকদের সাথে অসিদের কোন সিরিজ হতে যাচ্ছে। এর আগে সবশেষ ২০১২ সালে ক্রিকেটের এই দুই পরাশক্তি দেখা হয়েছিল।

সেখানে তিন ম্যাচ সিরিজের ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলা হয়েছিল। ওয়ানডে সিরিজ অস্ট্রেলিয়া ২-১ কে জয়ী হন। অার টি-টুয়েন্টিতে পাকিস্তান ২-১ সিরিজ জিতে। ওয়ানডে সিরিজে ব্যাক্তিগত সর্বোচ্চ রান করেন পাকিস্তানের ব্যাটসম্যান নাসির জামসেদ । টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রানটি আসে অসি ব্যাটসম্যান ডেভিড ওয়ানারে ব্যাট থেকে।

এই সিরিজের জন্য অস্ট্রেলিয়ার ক্রিকেট বোর্ড  দলের নাম যোষণা করেছেন। টেস্ট দল যারা থাকছেন।

টেস্ট দল: ডেভিড ওয়ার্নার, ক্রিস রজার্স, আলেক্স ডুল্যান, মাইকেল ক্লার্ক (অধিনায়ক), স্টিভেন স্মিথ, শেন ওয়াটসন, ফিলিপ হিউজেস, ব্র্যাড হাডিন, গ্লেন ম্যাক্সওয়েল, মিচেল মার্শ, মিচেল জনসন, স্টিভ কিফ, পিটার সিডল, মিচেল স্টার্ক, নাথান লিওন ।

ওয়ানডে দল: ডেভিড ওয়ার্নার, অ্যারন ফিঞ্চ, শেন ওয়াটসন, মাইকেল ক্লার্ক (অধিনায়ক), জর্জ বেইলি, স্টিভেন স্মিথ, মিচেল মার্শ, গ্লেন ম্যাক্সওয়েল, ব্র্যাড হাডিন, জেমস ফকনার, সিন অ্যাবট, মিচেল জনসন, মিচেল স্টার্ক, নাথান লিয়ন

এবং টি -20 দল: অ্যারন ফিঞ্চ (অধিনায়ক), ডেভিড ওয়ার্নার, শেন ওয়াটসন, গ্লেন ম্যাক্সওয়েল, মিচেল মার্শ, স্টিভেন স্মিথ, ব্র্যাড হাডিন, জেমস ফকনার, সিন অ্যাবট, মিচেল স্টার্ক, প্যাট কামিন্স, কেন রিচার্ডসন, ক্যামেরুন বয়সি।

তিনটি একদিনের ম্যাচে ও টেস্ট দুইটি নেতৃত্ব দিবেন মাইকেল ক্লার্ক এবং দলের একমাত্র টি-টোয়েন্টিতে নতুন দায়িত্ব পাওয়া অ্যারন ফিঞ্চ।

ঢাকা// জেএইচ, ৯ সেপ্টেম্বর (ক্যাম্পাসলাইভ২৪.কম)// এমআর