[english_date], [bangla_day], [bangla_date], [hijri_date], [bangla_time]
সর্বশেষ সংবাদঢাবির ‘খ’ ইউনিটে প্রথম আব্দুর রহমানের সাথে কিছুক্ষণ


প্রকাশিত: September 25, 2014 , 9:36 pm | বিভাগ: ইন্টারভিউ


লাইভ প্রতিবেদক : ঢাকা বিশ্ববিদ্যালয়ের ‘খ’ ইউনিটে ভর্তি পরীক্ষায় এবার চমক দেখিয়েছেন এক মাদ্রাসা শিক্ষার্থী। মেধা ও মননে মাদ্রাসা শিক্ষার্থীরা পিছিয়ে নেই। স্ব-মহিমায় আলোকিত মানুষের কারখানায় নিজের অবস্থান করে নিতে পারেন তারা। আর তারই জলন্ত প্রমাণ আব্দুর রহমান মজুমদার। ঢাবির ‘খ’ ইউনিটের ভর্তি পরীক্ষায় প্রায় ৪২ হাজার শিক্ষার্থীর সঙ্গে প্রতিযোগিতা করে প্রথম হয়েছেন তিনি।

মেধাবী মুখ আব্দুর রহমানের গল্প পাঠকদের জন্য তোলে এনেছে ক্যাম্পাসলাইভ২৪.কম এর লাইভ প্রতিবেদক এম এ লতিফ।

ক্যাম্পাসলাইভ : আব্দুর রহমান, কেমন আছেন?
আব্দুর রহমান : আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি কেমন আছেন?

ক্যাম্পাসলাইভ : ভর্তি পরিক্ষার ফলাফলের পর আপনার অনুভুতি কি?
আব্দুর রহমান : দেশ সেরা বিশ্ববিদ্যালয়ে প্রথম হতে পেরে আমি খুব আনন্দিত। তবে ফার্স্ট হওয়ার পর এখন একটু কষ্টে আছি।

ক্যাম্পাসলাইভ: কষ্টে থাকার কারণ কি?
আব্দুর রহমান : ফার্স্ট হওয়ায় বিভিন্ন কোচিং সেন্টার থেকে কল আসে। ছবি তোলার জন্য অনেকে টাকার অফার করেন, যা অনৈতিক।

ক্যাম্পাসলাইভ : আপনার এত বড় সফলতার জন্য কাকে ধন্যবাদ জানাবেন?
আব্দুর রহমান : সর্ব প্রথম আল্লাহ তায়ালার। তারপর আমার ভাই শরিফ, পিতামাতা ও শিক্ষকদের ধন্যবাদ জানাচ্ছি। তারা আমাকে সর্বাত্মক সহায়তা করেছেন।

ক্যাম্পাসলাইভ: আপনি কিভাবে পড়ালেখা করেছন?
আব্দুর রহমান : আমি নিয়মিত পড়ালেখা করতাম। টেক্সট বইগুলো নিয়মিত নজরে রাখতাম। আমার বড় ভাই আমাকে অনেক হেল্প করেছে। বিশ্ববিদ্যালয়ে ভালো ফলাফল করতে টেক্সট বইগুলো ভালোভাবে পড়লেই যথেষ্ট।

ক্যাম্পাসলাইভ : ঢাবিতে মাদ্রাসা শিক্ষার্থীদের জন্য অনেকগুলো বিষয়ে ভর্তি বন্ধ। এ বিষয়ে আপনি কি বলবেন?
আব্দুর রহমান : ঢাবিতে প্রতিবছরই মাদ্রাসার শিক্ষার্থীরা ভালো ফলাফল করে। কিন্তু প্রশাসন শুধু শুধু মাদ্রাসা শিক্ষার্থীদের উল্লেখযোগ্য বিষয়গুলোতে ভর্তি হতে প্রতিবন্ধকতা তৈরি করেছে। এটা খুবই অনৈতিক সিদ্ধান্ত।

ক্যাম্পাসলাইভ : আপনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে কোন বিষয়ে ভর্তি হতে ইচ্ছুক?
আব্দুর রহমান : আমি এখানে আইন বিভাগে ভর্তি হয়ে থাকব। তবে আমার ইচ্ছা ‘মদিনা বিশ্ববিদ্যালয়ে’ পড়া।

ক্যাম্পাসলাইভ : বড় হয়ে আপনি কি হতে চান?
আব্দুর রহমান : আমি একজন ইসলামিক স্কলার হতে চাই। তাই সুযোগ হলে মদীনা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হব।

উল্লেখ্য, আব্দুর রহমান ভর্তি পরীক্ষায় এমসিকিউতে বাংলায় ১৮.৯০, জেনারেল ইংলিশে ২৮.৫০, সাধারণ জ্ঞান (১ম অংশ) ২১.৯০, সাধারণ জ্ঞান (২য় অংশ) ২০.৪০ পেয়েছেন। তার মোট প্রাপ্ত নম্বর ৮৯.৭০।

ঢাবি//এমএল, ২৫ সেপ্টেম্বর (ক্যাম্পাসলাইভ২৪.কম)//আরজে