[english_date], [bangla_day], [bangla_date], [hijri_date], [bangla_time]
সর্বশেষ সংবাদশাবির প্রফেসরকে হুমকির ঘটনায় মানববন্ধন


প্রকাশিত: August 12, 2014 , 8:03 pm | বিভাগ: পাবলিক ইউনিভার্সিটি,সিলেটের ক্যাম্পাস


শাবি লাইভ : শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের(শাবি) রসায়ন বিজ্ঞান বিভাগের প্রফেসর আব্দুস সোবহানকে হত্যার হুমকির ঘটনায় মানববন্ধন কর্মসূচি পালন করেছে একই বিভাগের শিক্ষার্থীরা।

মঙ্গলবার দুপুর সাড়ে ১২টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগার ভবনের সামনে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। এতে বিভাগের শিক্ষক-শিক্ষার্থীসহ প্রায় ২শ জন উপস্থিত ছিলেন।

এ হুমকির ঘটনায় জড়িতদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন মানববন্ধনে অংশগ্রহণকারীরা।

মানববন্ধনে উপস্থিত ছিলেন রসায়ন বিভাগের প্রফেসর ড. রোকসানা বেগম, অ্যাসোসিয়েট প্রফেসর ড. আহমেদ জালাল ফরিদ উস সামাদ, অ্যাসিসটেন্ট প্রফেসর আজহারুল ইসলাম আরাফাত প্রমুখ।

এদিকে শাবির প্রফেসরকে হত্যার হুমকি দেয়ার ঘটনায় নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতি। শাবি প্রশাসন ও স্থানীয় আইন শৃংখলা বাহিনীকে আশু ব্যবস্থা নেয়ার দাবি জানানো হয়েছে।

উল্লেখ্য, গত ৮ আগস্ট সিলেট নগরীর মদিনা মার্কেট এলাকায় আব্দুস সোবহান তার বাসায় হুমকির ঘটনার শিকার হন। দুনিয়া আখিরাত পার্টির সভাপতি মোখলিসুর রহমান ৬/৭ জন সঙ্গী নিয়ে এসে তাকে বোমা মেরে হত্যার হুমকি দিয়েছে বলে প্রফেসর আব্দুস সোবহান জানান।

শাবি, ১২ আগষ্ট(ক্যাম্পাসলাইভ২৪.কম)//আরজে