[english_date], [bangla_day], [bangla_date], [hijri_date], [bangla_time]
সর্বশেষ সংবাদবলিউড কাঁপানো তামিল নায়িকারা…


প্রকাশিত: October 16, 2014 , 8:43 pm | বিভাগ: শোবিজ


Shriya-Saran1শোবিজ লাইভ : বর্তমান সময়ে বলিউড মাতিয়ে রেখেছেন তামিল নায়িকারা। একের পর এক ছবিতে নিজেদের রূপের ঝলক দেখিয়ে এনে দিচ্ছেন হিট ছবির তকমা।

এমনই কয়েকজন নায়িকা নিয়ে আজকের আয়োজন-

Shriya-Saranশ্রিয়া সারন তেলেগু, তামিল, মালয়ালম এবং হিন্দি সিনেমার পাশাপাশি ইংরেজি ও কন্নড় ছবিতে অভিনয় করেছেন।

shruti-hassanদক্ষিণী অভিনেত্রী শ্রুতি হাসানের ২০০৯-এ লাক সিনেমার মাধ্যমে বলিউডে আত্মপ্রকাশ হয়েছিল। ‌‘কোলাবারি ডি’ গানের জন্য জনপ্রিয়তা পেয়েছেন শ্রুতি।

Kajal-Agarwalতামিল ও তেলগু সিনেমার অভিনেত্রী কাজল আগরওয়াল অজয় দেবগনের সঙ্গে জুটি বেঁধে সিংহম-এ অভিনয়ের মাধ্যমে বলিউডে পা রেখেছেন।

tamanna-bhatiaতামিল অভিনেত্রী তামান্না ভাটিয়া তো এখন বলিউডে খুবই ব্যস্ত নায়িকা। হামসকলস, এন্টারটেনমেন্ট এবং হিম্মতওয়ালার মতো সিনেমায় অভিনয় করেছেন তিনি।

Hansikaতামিল সিনেমার অভিনেত্রী হানসিকা মোতওয়ানি বলিউডে শিশুশিল্পী হিসেবে আত্মপ্রকাশ করেছিলেন। সম্প্রতি হিমেশ রেশমাইয়ার আপ কি সুরুর ছবিতে অভিনয় করেছেন তিনি।

ঢাকা, ১৬ অক্টোবর (ক্যাম্পাসলাইভ২৪.কম)// টিটি