[english_date], [bangla_day], [bangla_date], [hijri_date], [bangla_time]
সর্বশেষ সংবাদসড়কের অভাবে স্থবির যমেক একাডেমিক ভবন


প্রকাশিত: October 30, 2014 , 9:29 am | বিভাগ: আপডেট,ক্যাম্পাস,খুলনার ক্যাম্পাস,মেডিকেল কলেজ


যমেক লাইভ : শহরতলীর হরিণার বিলে ২০০৯ সালে ২৫ একর জমি অধিগ্রহণ করে শুরু হয় যশোর মেডিকেল কলেজের (যমেক) একাডেমিক ভবনের নির্মাণ কাজ। ইতোমধ্যে একাডেমিক ভবন এবং বিদ্যুতের সাব-স্টেশনের নির্মাণ কাজও শেষ হয়েছে। তবে সংযোগ সড়ক না থাকায় মেডিকেল কর্তৃপক্ষ বুঝে নিচ্ছে না একাডেমিক ভবন।

নির্মাণের দায়িত্বে থাকা গণপূর্ত বিভাগ বলছে, স্বাস্থ্য মন্ত্রণালয় ও স্থানীয় সরকার মন্ত্রণালয়ের মধ্যেকার আমলাতান্ত্রিক জটিলতায় আটকে আছে সংযোগ সড়কের নির্মাণ কাজ। এদিকে, নতুন ক্যাম্পাসে যেতে না পারায় নানা সমস্যার মধ্যে শিক্ষার্থীদের ক্লাস করতে হচ্ছে যশোর আড়াই’শ শয্যা হাসপাতালে।

মেডিকেল কর্তৃপক্ষ বলছে, নির্মাণ কাজ শেষ হলেও সংযোগ সড়কের অভাবে যশোর মেডিকেল কলেজের (যমেক) একাডেমিক ভবন চালু করা যাচ্ছে না।

এদিকে গণপূর্ত বিভাগের কর্মকর্তা এসএম কাদের জানান, আমলাতান্ত্রিক জটিলতায় গত ৫ বছরেও নির্মাণ সম্ভব হয়নি সংযোগ সড়ক।

অন্যদিকে নানা সীমাবদ্ধতার মধ্যে যশোর আড়াই’শ শয্যা হাসপাতালে চলছে মেডিকেল শিক্ষার্থীদের ক্লাস। তাই শিগগিরই নতুন ক্যাম্পাসে ক্লাস শুরুর দাবি জানিয়েছেন শিক্ষার্থীরা।

২০১০ সালে ৫৩ জন শিক্ষার্থী নিয়ে যশোর মেডিকেলের কার্যক্রম শুরু হয়। বর্তমানে ৪ ব্যাচে শিক্ষার্থী রয়েছেন ২’শ ২২জন।

যমেক, ৩০ অক্টোবর (ক্যাম্পাসলাইভ২৪.কম)//আরএ