[english_date], [bangla_day], [bangla_date], [hijri_date], [bangla_time]
সর্বশেষ সংবাদনারীরাই পারে সমাজে নিজেদের অবস্থান দৃঢ় করতে


প্রকাশিত: December 9, 2014 , 9:01 pm | বিভাগ: ক্যাম্পাস,পাবলিক ইউনিভার্সিটি,বরিশালের ক্যাম্পাস


PSTU

ছবি : ঘড়ির কাটার দিকে (দোলা বিশ্বাস, নাসরিন আক্তার ও নন্দিনী)

মোঃ মুস্তাফিজুর রহমান পাপ্পু :

“এই পৃথিবীর যা কিছু কল্যাণ,

অর্ধেক তার করিয়াছে নারী, অর্ধেক তার নর”

কবিতার এই দুই লাইনের মত জগতের সকল উন্নয়নমূলক কাজে নারীর অবদান অপরিসীম। কখনও নারী শিক্ষক, কখনও প্রশাসক, কখনও ডাক্তার কিংবা ইঞ্জিনিয়ার বা রাজনীতিবিদ ইত্যাদি। সমাজে নারীরাই পারে নিজেদের অবস্থানকে আরো সুদৃঢ় করতে, তারাই পারে নিজেকে সমাজে অতীব প্রয়োজনীয় ব্যক্তিতে পরিণত করতে এমনটিই মনে করেন পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) নারী নেত্রীবৃন্দ।

তাদের মতে কিছু কিছু জায়গায় নারীরা নিজেদের দোষে নিজেরা ক্ষতিগ্রস্থ হয়।

Dolaএ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের  বেগম ফজিলাতুন্নেছা মুজিব  হলের ছাত্রলীগের সভাপতি  দোলা বিশ্বাস ক্যাম্পাসলাইভ২৪.কমকে বলেন, “আমিই প্রথম এই হলের রাজিনীতির সাথে যুক্ত হয়েছি, এর আগে মেয়েরা পলিটিক্স করবে এটা কল্পনা করতো না, ফলে ধীরে ধীরে মেয়েরা এখন রাজনীতির সাথে যুক্ত হচ্ছে। এভাবে আমরা সমাজে আমাদের অবস্থান শক্ত করে চলেছি।”

নারীর ক্ষমতায়ন নিয়ে সামাজিক- সাংস্কৃতিক সংগঠন রংধনুর সহ সভাপতি নন্দিনী রক্ষিত বলেন, “আমরা ???????????????????????????????আগের চেয়ে ক্যাম্পাসে এখন বেশি বেশি সাংস্কৃতিক কর্মকাণ্ডে সংযুক্ত হয়েছি।”

Nasrinবেগম ফজিলাতুন্নেছা মুজিব হলের আরেক নেত্রী ছাত্রলীগের সিনিয়র সহ সভাপতি নাছরিন আক্তার বলেন, “আমাদের এই সমাজে পুরুষদের সাথে প্রতিযোগিতা করে টিকে থাকতে হয়, অনেক সময় কিছু কিছু কাজে মেয়ে হওয়ার কারণে পিছিয়ে যেতে হয়, তবে বিশ্ববিদ্যালয়ে ছাত্রীরা নানা কাজে ছাত্রদের পাশে থেকে কাজ করে যাচ্ছে।”

পবিপ্রবি// এমআরপি, ৯ ডিসেম্বর (ক্যাম্পাসলাইভ২৪.কম)//আরজে