[english_date], [bangla_day], [bangla_date], [hijri_date], [bangla_time]
সর্বশেষ সংবাদমধ্যরাতে শিক্ষক নিবন্ধন পরীক্ষার প্রশ্ন ফাঁস, সকালে পরীক্ষা!


প্রকাশিত: December 12, 2014 , 3:50 am | বিভাগ: এক্সাম,ক্যাম্পাস,স্কুল


exam

লাইভ প্রতিবেদক: এবার বেসরকারী স্কুল-কলেজ-মাদরাসায় ১১তম শিক্ষক নিয়োগের নিবন্ধন পরীক্ষার প্রশ্নও ফাঁস হয়েছে বলে অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার দিবাগত মধ্যরাতে প্রশ্ন ফাঁস হয়ে যাওয়ার পর প্রশ্ন ঢাকা বিশ্ববিদ্যালয়, শেরে-বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, ঢাকা কলেজসহ বেশ কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠানের হল ও এর আশপাশ এলাকায় শিক্ষার্থীদের প্রশ্ন ফটোকপি করতে দেখা গেছে।

অনেককে মোবাইলে প্রশ্ন অন্যজনকে বলে দিতেও দেখা গেছে। হাতের লিখা একটি প্রশ্ন উত্তরসহ ক্যাম্পাসলাইভ২৪.কম এর অফিসে সরবরাহ করা হয়েছে। রাত দুইটায় ওই প্রশ্নটি আমাদের হাতে আসে। এতে ৮০ টি প্রশ্ন রয়েছে।

উল্লেখ্য, শুক্রবার স্কুল পর্যায়ে সকাল সাড়ে ৮টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত ও শনিবার সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত হবে কলেজ পর্যায়ের পরীক্ষা।

ঢাকা, ১২ ডিসেম্বর (ক্যাম্পাসলাইভ২৪.কম)//জেএন