[english_date], [bangla_day], [bangla_date], [hijri_date], [bangla_time]
সর্বশেষ সংবাদমেডিকেল কলেজ উদ্বোধন নিয়ে সংঘর্ষ, ১৪৪ ধারা জারি


প্রকাশিত: January 10, 2015 , 1:08 pm | বিভাগ: আপডেট,ক্যাম্পাস,চট্টগ্রামের ক্যাম্পাস,মেডিকেল কলেজ


rangamati

রাঙ্গামাটি লাইভ: রাঙ্গামাটি মেডিকেল কলেজ উদ্বোধন নিয়ে শনিবার সকালে পাহাড়িদের সঙ্গে বাঙ্গালিদের দফায় দফায় সংঘর্ষ হয়েছে। এতে অন্তত ১০ জন আহত হয়েছেন। তাদের রাঙ্গামাটি সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। শহরের কোর্ট বিল্ডিং এলাকায় এ সংঘর্ষ হয়েছে। সংঘর্ষের পর শহরে অনির্দিষ্টকালের জন্য ১৪৪ ধারা জারি করেছে প্রশাসন।

জানা গেছে, শনিবার সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সকালে ভিডিও কনফারেন্সের মাধ্যমে টাঙ্গাইল, জামালপুর, পটুয়াখালী, সিরাজগঞ্জ, মানিকগঞ্জ ও রাঙ্গামাটিতে নবনির্মিত ছয়টি এবং অন্যান্য স্থানে সেনা নিয়ন্ত্রিত পাঁচটি মেডিকেল কলেজের উদ্বোধন করেন।

এর বিরোধিতা করে শনিবার রাঙ্গামাটিতে সকাল-সন্ধ্যা অবরোধ ডাকে পাহাড়ি ছাত্র পরিষদ।

সকালে তারা কর্মসূচির সমর্থনে সড়কে নামার পর এক পর্যায়ে অবরোধ বিরোধিতাকারী বাঙ্গালিদের সঙ্গে তাদের সংঘর্ষ বেধে যায়। এসময় উভয়পক্ষের অন্তত ১০জন আহত হয়। পরে পুলিশ এসে পরিস্থিতি শান্ত করে।

রাঙ্গামাটি, ১০ জানুয়ারি (ক্যাম্পাসলাইভ২৪.কম)//জেএন